হোম খেলাধুলা ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি, সব চূড়ান্ত!

খেলাধূলা ডেস্ক :

গত মৌসুম তো বটেই গেল বছরের আগস্টে সম্ভবত ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর দলবদলের সাক্ষী হয়েছিল সকার সমর্থকরা। বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি যোগ দেন অচেনা গণ্ডির পিএসজিতে। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলার আশায় সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে উড়িয়ে এনেছিল নাসের আল খেলাইফির দল। যদিও সে আশা নিরাশায় পরিণত হয়েছে।

নতুন ক্লাবে এসে মৌসুমজুড়ে নিজেকে খুঁজে ফিরেছেন মেসি। ছন্দহীন পিএসজিও অনেক আগেই ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠত্বের লড়াই থেকে। এদিকে, ২০২৩ সালের জুনে পিএসজির সঙ্গে মেসির দুই বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হবে। আগে থেকেই গুঞ্জন, এরপর আর প্যারিসে থাকছেন না তিনি।

২০২০ সালের ডিসেম্বরেই এক সাক্ষাৎকারে লিওনেল মেসি আমেরিকায় খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। বলেছিলেন, ‘আমি সবসময়ই যুক্তরাষ্ট্রে জীবনের একটা সময় কাটাতে চেয়েছি, তাদের লিগে খেলতে চেয়েছি। তবে আমি জানি না এটা এখন না কখন হবে।’

স্প্যানিশ দৈনিক মার্কার বরাতে জানা গেছে, আমেরিকার মেজর লিগের দল ইন্টার মিয়ামি নাকি এরই মধ্যে সামনের বছর তাকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। কেউ কেউ আবার বলছেন, ‍চুক্তিপত্র চূড়ান্ত, শুধু মেসির স্বাক্ষরটাই বাকি আছে।

আমেরিকান গণমাধ্যম ডিরেক্টটিভি স্পোর্টসের সাংবাদিক অ্যালেক্স ক্যান্ডালের দাবি, ইন্টার মিয়ামিতে ২০২৩ সালে যোগ দিতে যাচ্ছেন মেসি। তিনি আরও জানান, ক্লাবে যোগ দেওয়ার আগে ৩৫ শতাংশ শেয়ার কেনার ব্যাপারেও কাজ করছেন তিনি।

এদিকে, গেল ফেব্রুয়ারিতে ইন্টার মিয়ামির সহ-প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জর্জ মাস এক গণমাধ্যমকে জানিয়েছিলেন, মেসি এখনো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তার দক্ষতা ফুরিয়ে যায়নি।

তিনি আরও বলেন, আমি মনে করি ডেভিড বেকহ্যামের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে মেসির। যদি সে পিএসজি ছাড়ে, তবে আমরা তাকে ইন্টার মিয়ামিতে খেলাতে চাই।

 

 

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন