হোম আন্তর্জাতিক ইউরোপমুখী অভিবাসীদের ঢল থামছে না

আন্তর্জাতিক ডেস্ক :

কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না ইউরোপমুখী অভিবাসী ঢল। অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।

পরে তাদের ইতালির লাম্পেদুসা দ্বীপে আশ্রয় দেওয়া হয়েঝে। একইদিন তিউনিসিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে।

অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আবারো বেড়েছে ইউরোপমুখী অভিবাসী ঢল। শুক্রবার রাতে ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে ৩০ মাইল দূরে ভূমধ্যসাগরে একটি অভিবাসীবাহী নৌকার খোঁজ পায় দেশটির কোস্টগার্ড। ছোট্ট একটি নৌকায় গাদাগাদি করে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশী।

উত্তাল সাগরে নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকি থাকায় তাদের উদ্ধার করে জাহাজে তুলে নেয় ইতালির কোস্টগার্ড। পরে তাদের লাম্পেদুসা দ্বীপে আশ্রয় দেওয়া হয়। এদের মধ্যে ১৭ জন নারী ও ছয়টি শিশু।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্য বলছে, গত বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছেন ৬৭ হাজার অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে শুধু ইতালিতেই আশ্রয় পেয়েছে প্রায় ১৭ হাজার। বিপজ্জনক এ পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৪ হাজারের বেশি মানুষ।

এদিকে, অবৈধভাবে ইউরোপ যাওয়ার সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১১ জনকে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তিউনিসিয়া সেনাবাহিনীর মুখপাত্র।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন