হোম অর্থ ও বাণিজ্য আশা করছি যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে: অর্থ উপদেষ্টা

আশা করছি যুক্তরাষ্ট্র শুল্ক কমাবে: অর্থ উপদেষ্টা

কর্তৃক Editor
০ মন্তব্য 496 ভিউজ

নিউজ ডেস্ক:
বাংলাদেশের পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র যে পাল্টা শুল্ক আরোপ করেছে, সেই শুল্কের হার যুক্তরাষ্ট্র কিছুটা কমাবে আশা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা আশা করছি শুল্ক হয়তো কিছুটা কমাবে। কারণ, আমাদের ঘাটতি তো খুবই কম। ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো।’

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদল নিয়ে আগামী ১ আগষ্টের আগেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র যাবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক্ষেত্রে লবিস্ট নিয়োগের প্রসঙ্গ নেই। কারণ, লম্বা সময় নিয়ে কোনও নেগোশিয়েশনের ক্ষেত্রে এ ধরনের লবিস্ট নিয়োগ করা হয়। এখানে যা করতে হবে কুইক করতে হবে। ওরা তো ঢুকতেই পারবে না, ওই অফিসের কাছাকাছি। নেগোশিয়েশন তো দূরের কথা।’

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের ভালো ইমেজ আছে। সম্প্রতি আমরা যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফের কতগুলো বকেয়া পরিশোধ করে দিয়েছি। বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার আমাকে চিঠি লিখেছে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন