হোম অন্যান্যসারাদেশ আশাশুনি শোভনালীতে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের হস্তক্ষেপে অবরুদ্ধ ৪পরিবার মুক্ত

আশাশুনি শোভনালীতে উপজেলা চেয়ারম্যান মোস্তাকিমের হস্তক্ষেপে অবরুদ্ধ ৪পরিবার মুক্ত

কর্তৃক
০ মন্তব্য 125 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি শোভনালীতে উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে অবরুদ্ধ ৪টি পরিবার মুক্ত হয়েছে। আশাশুনির শোভনালী ইউনিয়নে কামালকাটিতে আরমান গাজীর পুত্র মুজিবুল গাজীর সাথে একই গ্রামের নূরালী গাজীর পুত্র গ্রাম পুলিশ আবু হাসান এস্তবার জমা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধ পূর্ন জমি দখল নিতে আবু হাসান এস্তবার নেতৃত্বে তার সহোদর আঃ কাদের, আবু ছাদেক মোস্তফা ,আকবার ও হচেন গাজীর পুত্র মোমিন গাজীসহ তার দলীয় লোকজন দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে আরমান গাজীর পুত্র মুজিবুল গাজীর যাতায়াতের পথ ঘেরাবেড়া দিয়ে গত ৩দিন যাবৎ তাদের অবরুদ্ধ করে রাখে। ৩দিন অবরুদ্ধ থাকার পর মোবাইল ফোনে খবর পেয়ে করোনা ভাইরাস উপেক্ষা করে গতকাল বিকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে ঘেরাবেড়া তুলে দিয়ে অবরুদ্ধ পবিরারটি মুক্ত করেন। এ মহতি কাজের জন্য ইউনিয়নবাসী উপজেলা চেয়ারম্যানকে সাধুবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন শোভনালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রভাষক ম,মোনায়েম হোসেন,উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আশাশুনি রিপোটার্স ক্লাবের সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি এমএম সাহেব আলী, ইউপি সদস্য ফারুক হোসেন,উদয়কান্তি বাছাড় ,আব্দুল আজিজ ,আ’লীগ নেতা মুনছুর আলী, যুবলীগ সভাপতি নয়ন,সেক্রেটারী আজমির হোসেন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন