হোম অন্যান্যসারাদেশ আশাশুনি বেড়িবাঁধ নির্মাণ কাজের শ্রমিকদের খাবার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

আশাশুনি বেড়িবাঁধ নির্মাণ কাজের শ্রমিকদের খাবার বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম

কর্তৃক
০ মন্তব্য 165 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনি সদরের জেলেখালি ও দয়ারঘাটের ভাঙ্গন কবলিত বেড়ী বাঁধ নির্মাণ কাজের তদারকি ও শ্রমিকদের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। রবিবার সকালে তিনি বাঁধ নির্মাণ কাজের তদারকি করেন। এসময় তিনি বলেন, জেলেখালির নিমতলা থেকে দয়াটঘাট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ওয়াপদা যদি মেরামত না করা হয়, তাহলে আগামী পূর্ণিমায় এটিও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। তিনি বলেন, আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সরকারি অনুদান ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষার্থে কাজ করে যাচ্ছি। এই এলাকার মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে টেকসই ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ। আশাশুনি উপজেলায় সর্বমোট ১০০ কিলোমিটার টেকসই বাঁধ নির্মাণ করা হলে মানুষ নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে। এব্যাপারে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, যুবলীগ নেতা সাহেব আলী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন