হোম অন্যান্যসারাদেশ আশাশুনি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম

আশাশুনি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের জেলেখালি ও দয়ারঘাটের ভাঙ্গন কবলিত বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার সকালে তিনি এ বেড়ি বাঁধ নির্মাণ কাজের পরিদর্শন করেন। বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনের সময় তিনি বলেন জেলেখালির নিমতলা থেকে দয়াটঘাট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার ঝুঁকিপূর্ণ ওয়াপদা যদি মেরামত করা না হয় তাহলে এই বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাবে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। আমি স্থানীয় চেয়ারম্যান ও সাধারণ মানুষকে সাথে নিয়ে সরকারি অনুদান ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষার্থে কাজ করে যাচ্ছি। এই এলাকার মানুষের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে টেকসই ওয়াপদা বেড়িবাঁধ নির্মাণ। আশাশুনি উপজেলায় সর্বমোট ১০০ কিলোমিটার ওয়াপদা টেকসই বাঁধ নির্মাণ করা হলে মানুষ নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা পাবে। তিনি আরও বলেন অতি দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গন কবলিত ওয়াপদা ক্লোজার আটকিয়ে বাঁধ নির্মাণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন পাউবো কর্মকর্তা আবুল হোসেন সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু দপ্তর সম্পাদক জগদিস সানা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন