হোম অন্যান্যসারাদেশ আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন

আশাশুনি প্রতিনিধি :

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা, মিথ্যা মামলায় জেলে প্রেরণের প্রতিবাদে তার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে আশাশুনি প্রেসক্লাব।

বুধবার সকালে আশাশুনি প্রেসক্লাবের সামনের সড়কে প্রেসক্লাবের সভাপতি জি.এম আল-ফারুকের সভাপতিত্বে দীর্ঘ এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক সমীর রায়ের পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন-সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবীব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, কোষাধ্যক্ষ প্রভাষক শাহাদাৎ হোসেন টিটল, সাংবাদিক সচ্চিদানন্দ দে সদয়,বাহবুল হাসনাইন, বোরহান উদ্দীন বুলু, সোহরাব হোসেন, এমএম নূর আলম, মইনুর ইসলাম, জগদীশ চন্দ্র সানা, ফায়জুল কবির, ডাঃ শাহজাহান হাবিব সহ প্রেসক্লাব কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

সাংবাদিকদের দাবিতে একাত্মতা পোষণ করে মানববন্ধনে যোগ দেন জাতীয় মৎস্যজীবি সমবায় সমিতির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, আশাশুনি শাখার সভাপতি অনিল কৃষ্ণ মন্ডল, সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ সমিতির শতাধিক সদস্যবৃন্দ ও শ্রীউলা আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সাংবাদিকবৃন্দ বলেন-দুর্নীতিবাজ উপসচিব জেবুন্নেছা শুধু সাংবাদিক রোজিনা ইসলামের গলা টিপেননি, তিনি জাতির বিবেকের গলা টিপেছেন। কিন্তু যতদিন রোজিনার মত সাংবাদিকরা রয়েছেন ততদিন দুর্নীতিবাজ, লুটেরাদের বিরুদ্ধে কলম চলবে। আমরা জেবুন্নেছাসহ যারা রোজিনাকে নির্যাতন করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করছি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন