হোম অন্যান্যসারাদেশ আশাশুনি পুকুরের পানি দুষণমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করলেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান

আশাশুনি পুকুরের পানি দুষণমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করলেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান

কর্তৃক
০ মন্তব্য 102 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনি সদরের ঐহিত্যবাহী মাদারদীঘি পুকুরের পানি বিশুদ্ধ করণ কার্যক্রম বাস্তবায়ন করেছেন জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান। মঙ্গলবার সকালে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। মাদারদীঘি পুকুর সদরের বৃহত্তর ও খুবই প্রয়োজনীয় একটি পুকুর। এ পুকুরের পানি খাবার পানি হিসাবে সংগ্রহ এবং গোসল করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। পুকুরের ব্যবহার সহজ ও সুন্দর করার জন্য ইতিপূর্বে সংস্কার কাজ করা হয়েছে। বর্তমানে পুকুরের পানি ব্যবহার উপযোগিতা হারাতে বসেছিল। সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও আশাশুনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান পুকুরের পানি ব্যবহার যোগ্য করে তুলতে কার্যক্রম হাতে নেন। মঙ্গলবার তিনি দলীয় লোকজনকে সাথে নিয়ে পানি বিশুদ্ধকরণ ও দুষণমুক্ত করণ কার্যক্রম পরিচালনা করেন। এখন পুকুরের পানি ব্যবহারযোগ্য হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য তারিকুল আওয়াল, স্বাস্থ্য সহকারী মোক্তারুজ্জামান স্বপন, শহীদ, শিক্ষক আবুল কালাম আজাদ বুলবুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুর ইসলাম মিজান, ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান তাজ, শাকিল, ইমরান হোসেন, সবুজ, রাজু, জাহিদ, জুলিয়ান, জেলা পরিষদের কেয়ারটেকার ইকরাম হোসেন, এনজিও কর্মী শরিফুল ইসলাম মিন্টু, ব্যবসায়ী ভুট্টু সহ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন