আশাশুনি প্রতিনিধি:
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে নদীর স্রোতে তলিয়ে গিয়ে মৃত মুক্তিযোদ্ধা পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পুলিশ সুপার সাতক্ষীরার সহায়তায় এ খাদ্য বিতরণ করা হয়। শ্রীউলায় সুপার সাইক্লোন আম্ফানে ভেড়ী বাধ ভাঙ্গনের স্রোতে ডুবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ ইন্তেকাল করেন।
মরহুমে ছেলের হাতে এসপি সাহেবের পক্ষে খাদ্য সহায়তা তুলে দেন এএসপি (দেবহাটা সার্কেল) মোঃ ইয়াছিন আলী। এসময় আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবীর ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল উপস্থিত ছিলেন।