হোম অন্যান্যসারাদেশ আশাশুনির শ্রীউলায় জেলা আ’লীগের সভাপতি মুনসুর আহমেদ’র সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার সুস্থতা কামনা করে শুক্রবার (১৫ জানুয়ারি) বাদ জুম্মা আশাশুনি উপজেলার শ্রীউলায় বিশেষ দোয়া ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়ি পূর্বপাড়া জামে মসজিদে শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল দোয়া ও মীলাদ মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে আশাশুনি উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা সাকিল দোয়া পূর্ব আলোচনা রাখেন। দোয়া ও মীলাদ পরিচালনা করেন, জামে মসজিদের ইমাম হাফেজ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে ইউপি সদস্য ইয়াছিন আলিসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন