হোম অন্যান্যসারাদেশ আশাশুনির দরগাহপুরে টাকা হাওলাত না দেওয়ায় পিতা পুত্রসহ ৪জনকে পিটিয়ে জখম

আশাশুনির দরগাহপুরে টাকা হাওলাত না দেওয়ায় পিতা পুত্রসহ ৪জনকে পিটিয়ে জখম

কর্তৃক
০ মন্তব্য 129 ভিউজ

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির দরগাহপুরে টাকা ধার (হ্ওালাত) না দেওয়ায় পিতা পুত্রসহ ৪জনকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলা দরগাহপুর ইউনিয়নের দরগাহপুর গ্রামে। থানায় লিখিত অভিযোগে জানাগেছে দরগাহপুর গ্রামের ইমান আলী গোলদারের পুত্র রুস্তম আলী গোলদারের কাছে একই গ্রামের শেখ আজবার আলীর পুত্র শেখ সাকিলের সু-সম্পর্ক থাকায় প্রায় টাকা পয়সা হাওলাত নিতো। টাকা হাওলাত নিয়ে দিতে তালবাহানা করত। এরপর ঘটনার দিন রাতে রুস্তম গোলদারের কাছে আবারও ৫হাজার টাকা হাওলাত চাইলে সে সাকিলকে টাকা হাওলাত দিতে পারবে না বলে জানালে এতে সে (সাকিল) ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায় দেখে নেওয়ার হুমকী দিয়ে চলে আসে। এ ঘটনার কিছুক্ষন পর আজবার আলীর পুত্র দুর্দান্ত প্রকৃতির শেখ সাকিলের নেতৃত্বে তার দলীয়রা একই মৃত ছোট খোকার পুত্র শেখ সাইদুল বাবু,শেখ রুস্তুম আলীর পুত্র শেখ করীম , মৃত শেখ আনার আলীর পুত্র শেখ উদ্দামসহ ২/৩ অজ্ঞাত নামারা দলবদ্ধ হয়ে লোহার রড,হাতুড়ি,চাইনিজ কুড়াল,বাশের লাঠি সোটা দেশীয় ধাঁরালো আস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে রুস্তুম আলীর গোলদারের বাড়ীতে উপস্থিত হয়ে গালিগালাজ করতে থাকে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে হামলা চালিয়ে রুস্তুম আলী এলোপাতাড়ীভাবে মারপিট করাসহ আসবাব পত্র ভাংচুর করতে থাকে । তাদের হাত থেকে বাঁচাতে পুত্র মিঠু গোলদার, প্রতিবেশী ভাই মফিজুল ইসলাম ঢালী ও ভাইঝি হারেজা খাতুন তাদেরকেও এলোপাতাড়ীভাবে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় সাকিল শেখ ভাইঝি হারেজা খাতুনের পরনে থাকা কাপড় চোপড় ছিড়ে ছুটে শ্লীলতাহানী করে ও তার গলায় থাকা ২৫ হাজার টাকা মূল্যের ৮আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এ ছাড়া বাড়ীর মূল্যবান আসবাব পত্র ভাংচুর করে ২০হাজার টাকার ক্ষতিসাধন করে। এতে আহত হয় রুস্তম আলী গোলদার,তার পুত্র মিঠু গোলদার,প্রতিবেশী ভাই মফিজুল ইসলাম ঢালী, ভাইঝি হারেজা খাতুন। আহতদের মধ্যে রুস্তম গোলদার ও মফিজুলের অবস্থা আশাংকা জনক অবস্থায় আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত রুস্তুম আলী বাদী হয়ে রুস্তুম আলী আশাশুনি থানায় ৪জনের নাম উল্লেখসহ আরও ২/৩ জন অজ্ঞাতনামা আসামী করে লিখিত এজাহার দায়ের করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন