হোম অন্যান্যসারাদেশ আশাশুনির তুষখালীতে মাছের ঘেরে আটন ঝাড়তে গিয়ে ঘের মালিকের অকাল মৃত্যু

আশাশুনির তুষখালীতে মাছের ঘেরে আটন ঝাড়তে গিয়ে ঘের মালিকের অকাল মৃত্যু

কর্তৃক Editor
০ মন্তব্য 119 ভিউজ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির তুষখালীতে মৎস্য ঘেরে ঘুনি (আটন) ঝাড়তে গিয়ে এক ঘের মালিকের অকাল মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের তুষখালী গ্রামের মৃত. নলিনী রঞ্জন সরকারের পুত্র ইলেক্ট্রিক মেকানিক শ্যামল কুমার সরকার (৪৮) ঘুম থেকে উঠে পাশে তার মৎস্য ঘেরে ঘুনি ঝাড়তে যান।

ধারনা করা হচ্ছে, একটি ঘেরের ঘুনি (আটন) দেখে দ্বিতীয় ঘেরে ঢুকার মুখে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। পাশের ঘেরের লোকজন মাছ ধরে ফেরার পথে তার মৃতদেহ ভেসে থাকতে দেখে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। ওইদিন দুপুর ১টার দিকে বাউশুলী শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃতকালে তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তান রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন