আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে সড়ক দুঘটনায় গুরুতর আহত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ঢালী সামছুল আলমের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্কুলের হলরুমে আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে ও স্কুলের ছাত্রীদের ব্যবস্থাপনায় সড়ক দুঘটনায় গুরুতর আহত মারাত্বক অসুস্থ উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি সকলের প্রিয় আ’লীগের নিবেদিত প্রাণ ঢালী মোঃ সামছুল আলমের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন থানা সদর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম প্রভাষক হাফেজ বাকি বিল্লাহ, চাপড়া মাধ্যমিক প্রধান শিক্ষক আরহাজ মোস্তাফিজুর রহমান, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমল কৃষ্ণ সরকার, সহকারী শিক্ষক আনম আলমগীর কবির, সুনিল কুমার মন্ডল, বিদ্যুৎ বরণ মন্ডল, রবি শংকর রায়, অভিজিৎ মল্লিক, আবুল ফজল পলাশ, সালাহউদ্দীন, মুনজুর হাসেন, রেজভী সুলতানা, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি উপজেলা কুষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎ সাহী সদস্য সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য ইলয়াছ হোসেন, হামেদা খাতুন. আশাশুনি বাজার বণিক সমিতির সেক্রেটারী জাহিদুল ইসরাম বাবু, শ্রমিকলীগের সাবেক সাধারন সম্পাদক মনিরুজ্জামান বিপুল, রবিউল ইসলাম নবু, শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সিপিপি স্বেচ্ছাসেবক ইসমাইল হোসেন, হাবিব, বাবুল হোসেন, মোস্তাকিম, স্কুলের কর্মচারী ওয়ালিদ হোসন, আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্কুলের ছাত্রীরা । হাফেজ বাকি বিল্লাহর পরিচালনায় গার্লস হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি ঢালী সামছুল আলমের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
