হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে শেখ হাসিনার জন্ম দিন পালনে তিন দিনের কর্মসূচীর শেষ দিনে ছাত্রলীগের ফ্রী মেডিকেল ক্যাম্প

আশাশুনি প্রতিনিধি :

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালনে আশাশুনি উপজেলা ছাত্রলীগ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার মধ্যে দিয়ে তিন দিনের কর্মসূচি সমাপ্তি হয়েছে। গতকাল সকাল ১০ টায় আশাশুনি সদরে রাশিদা ডায়াগনস্টিক সেন্টারে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

রাশিদা ডায়াগনষ্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা রাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা আইয়ুব আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর ইসলাম, সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, গাউসুল আজম, আশাশুনি সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন হোসাইন, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তাজ ও সাধারণ সম্পাদক রাজ, ছাত্রনেতা তারিক, শাহারুল, মিজান, শান্ত প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন