আশাশুনি প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদের অর্থায়নে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কমলাপুরে সার্বজনীন কালী মন্দিরের ছাদ ঢালাই এর কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে সার্বজনীন কালী মন্দিরে ছাদ ঢালাই এর কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান।
উদ্বোধনকালে জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান বলেন আশাশুনি সদর ইউনিয়নের কমলাপুর সার্বজনীন কালী মন্দির কমিটি ও এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় জেলা পরিষদের অর্থায়নে ছাদ ঢালাই এর মধ্য দিয়ে কমলাপুর কালী মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হতে চলেছে।
জেলা পরিষদের অর্থায়নে এই মন্দিরটি নির্মাণে ব্যয় হয়েছে চার লক্ষ টাকা। এই সার্বজনীন কালী মন্দির নির্মাণের ফলে এলাকার সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ভাবে করতে পারবে। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কমলাপুর সার্বজনীন কালী মন্দিরের সভাপতি অসীম বাছাড়, সাধারণ সম্পাদক স্বপন কুমার বাছাড়, মন্দিরের কর্মকর্তা সাধন বাছাড়, বৃন্দাবন বাছাড় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এলাকার একাধিক ব্যক্তির কথা হলে এ প্রতিবেদককে জানান আশাশুনি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মহিতুর রহমান জেলা পরিষদের সদস্য নির্বাচত হয়ে তিনি,জেলা পরিষদ থেকে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে আশাশুনি ও কালিগঞ্জের অসংখ্য মসজিদ, বকরস্থান, মন্দির , শ্মশানঘাট সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করে যাচ্ছেন। তা ছাড়া রোগীসহ বিভিন্ন অসহায় সমস্যায় অনুদান দিয়ে যাচ্ছেন।
