হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ভ্রামমান আদালত কর্তৃক ৭ হাজার টাকা জরিমান আদায়

আশাশুনিতে ভ্রামমান আদালত কর্তৃক ৭ হাজার টাকা জরিমান আদায়

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

আশাশুনি প্রতিনিধিঃ
আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে পুশসহ বিভিন্ন অপরাধে ১০ ব্যক্তিকে  ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট মীর আলিফ রেজা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। পরিচালনাকালে আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর গ্রামে বাগদা চিংড়িতে পুশ করার অপরাধে
পুশকৃত মাছ জব্দ করে বিনষ্ট করাসহ ৪ ব্যবসায়ী কমলাপুর গ্রামের করিম ঢালীর পুত্র নুর হোসেন ঢালীকে ১হাজার টাকা, একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র আলতাপ হোসেনকে ১হাজার টাকা ,কালি পদ মন্ডলের পুত্র ভোল নাথ মন্ডলকে ১হাজার, কাশেম শেখের পুত্র কামরুল শেখকে ৫শত
টাকা সর্বমোট ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। অপর দিকে ভোক্তা অধিকার আইনে বুধহাটা
গ্রামের আনিছুর রহমানের পুত্র রনি হোসেনকে ৩হাজার টাকা। এবং মোটর সাইকেল চালককে হেলমেট না পরার
অপরাধে গোয়ালডাঙ্গা বাজার থেকে আঃ খালেকের পুত্র ডালিমকে ২শত টাকা ও গোদাড়া গ্রামের আঃ রউফের পুত্র মুকুল হোসেনকে ১শত টাকা, এ ছাড়া শিতলপুর মোড় থেকে মাস্ক না পরার অপরাধে পথচারী আঃ রহিমের পুত্র ফিরোজকে ৫০টাকা, জাহাঙ্গীর গাজীর পুত্র সাইদকে ৫০টাকা ও জাহাঙ্গীরের পুত্র জাহিদকে ১শত টাকাসহ সর্বমোট ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি সকলের উদ্দেশ্যে বলেন পুশ না করার জন্য সকলকে সচেতন করা হয়। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখার আহবান জানান এবং বিকাল ৪টার পর থেকে ঔষধের দোকান ব্যতিত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখা সহ অহেতুক ঘোরাফেরা না করার নির্দেশ প্রদান করেন। এ সময় পুলিশ সদস্য, অফিস সহকারী আব্দুর রশিদ উপস্থিত ছিলেন!

সম্পর্কিত পোস্ট

মতামত দিন