হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে বীজধান বেশি দামে বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

আশাশুনিতে বীজধান বেশি দামে বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

কর্তৃক
০ মন্তব্য 107 ভিউজ

এম এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে বিনা লাইসেন্সে বীজধান বেশি দামে বিক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলা নির্বাহী অফিসার মীর আলীফ রেজার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার আনুলিয়া ইউনিয়নের মধ্যম একশরা গ্রামের ইউসুফ আলী সানার পুত্র শাহিনুর রহমানকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী জরিমানা করাসহ এক বস্তা বীজধান জব্দ করা হয়। জব্দকৃত বীজধান প্রকাশ্য একই বাজারে জনসম্মুখে ওই এলাকার অসহায় ও হতদরিদ্র কৃষক কবির হোসেনকে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া সবাইকে সরকারী নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন। এ সময় উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, আশাশুনি থানার পুলিশ ফোর্স, মোবাইল কোর্ট পেশকার অফিস সহকারী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন