এম এম সাহেব আলী, আশাশুনি :
“মহামারী কোভিড ১৯কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর স্বাস্থ্য অধিকার নিশ্চিত করি”এই শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে । শনিবার সকালে আশাশুনি বিআরডিবি মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এ দিবস পালন করা হয়। আশাশুনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ক্রেস্ট বিতরণ করেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন বর্তমানে বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে, বাংলাদেশ অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে এবং সকলকে সচেতন থাকতে হবে।করোনাভাইরাস কে ভয় না করে বরং সকলে সচেতন হই।
একমাত্র সচেতনতাই পারে এই ভাইরাস থেকে দেশকে রক্ষা করতে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার,ডাঃ জয়ব্রত ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম ফারুক সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর আলম আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, সমাজসেবক বাবু! উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুল্লার পরিচালনায় এ সময় অনুষ্ঠান স্বাস্থ্য সহকারী মুক্তার উজ্জামান স্বপন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আহসান উল্লাহ বাবলু আশাশুনি প্রেসক্লাবের সদস্য মঈনুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল্লাহ কাফি বাংলা পরিবার পরিকল্পনা অফিসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন! অনুষ্ঠানে বিগত এক বছরের কাজের মূল্যায়ন ভিত্তিতে দুটি প্রতিষ্ঠান ও ৪জনকে ক্রেস্ট প্রদান করা হয়! পুরষ্কার প্রাপ্তরা হলেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ ও বুধহাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এছাড়া দরগাহপুর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী রেনুকা রানী আশাশুনি সদর পরিবার পরিকল্পনা ক্লিনিক পরিবার কল্যাণ পরিদর্শিকা অন্তরা আফরোজ দরগাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আসাদুল ইসলাম প্রতাপনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস এম শাহরিয়ার কিবর কল্লোল শ্রেষ্ঠ নির্বাচিত হয়!