হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ৩টি গাঁজা গাছসহ-১জন ও নিয়মিত মামলায়-আটক-৪

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ১জন ৩টি গাঁজা গাছসহ নিয়মিত মামলায় ৪ আসামীকে আটক করা হয়েছে। গতকাল দিনভর আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে এসআই অভীক বড়াল সঙ্গীয় ফোর্স নিয়ে আশাশুনি বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ গ্রেফতারী পরোয়ানা তামিল ও নিয়মিত মামলার আসামী আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় খবর পেয়ে পুলিশ কাদাকাটি ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া গ্রামের ভুধার শীলের ছেলে নকুল শীল (৫৬)’র বসত বাড়ীতে চাষাবাদকৃত ৩টি গাঁজাগাছ সহ তাকে হাতেনাতে আটক করে। এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় ১৪(৫)২০২১ মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে এসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলার আসামী বেউলা (গাজীর মাঠ) গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে দেলোয়ার (২৫), যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচড়া গ্রামের হাফিজুল করিম এর ছেলে তাসকিন (৪০) ও তার স্ত্রী আছমা খাতুন (৩৫)কে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে গতকাল বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন