হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনি উপজেলার কুঁন্দুড়িয়া পাইথালী নৈকাটি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১২টায় স্কুল চত্বরে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক মাহবুবুল হক ডাবলু।

প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য দৈনিক দৃষ্টপাত পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, বিকাশ মন্ডল, দাতা সদস্য গোলাম রব্বানী, বিদ্যুৎসাহী সদস্য বিকাশ গাইন, সহকারি প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীদবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন পরিচালনা পর্ষদের সভাপতিসহ সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত ২৬মার্চ প্রতিষ্ঠানটিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন