আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে উপজেলা জাতীয় মৎস্যজীবি সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন অনিল কৃষ্ণ মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি ও আশাশুনি উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা , বিশেষ অতিথির বক্তব্য রাখছেন সাধারন সম্পাদক নিতাই ঢালী। উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দীনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি সমিতির সহ-সভাপতি ভবনাথ মন্ডল, সুবোধ চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক সাংবাদিক এমএম সাহেব আলীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকগন। সভায় আগামী ৭দিনের মধ্যে সকল ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে সমন্বয় করে মৎস্যজীবিদের সঠিক,নির্ভুল স্বচ্ছ তালিকা করে উপজেলা মৎস্য দপ্তরে জমা দিতে বলেন উপজেলা মৎস্য সমিতির নেতৃবৃন্দ।