আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
বহুল আলোচিত বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার রায় ঘোষণা হওয়ায় আশাশুনি উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দ মিছিলটি জনতা ব্যাংক চত্বর থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।
আশাশুনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু,যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান,শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, যুবলীগ নেতা এম এম সাহেব আলী, ছাত্রলীগের সভাপতি আসমাউল হোসাইন।
পথসভায় বক্তারা বলেন, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের মদদে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব এর নেতৃত্বে সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী আ’লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলার রায় কার্যকর হওয়ায় সরকার ও বিচার বিভাগকে সাধুবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা পরেশ অধিকারী ,তবিবুর রহমান তৈবার, আক্তারুল ইসলাম, শহীদুল ইসলাম, উজ্জ্বল, স্বেচ্ছা সেবকলীগ নেতা বাবুল আক্তার, স্বপন, রবিউল ইসলাম ছাত্রলীগ নেতা মিঠুন, তানভীর রহমান রাজ, আলামিন, তারিক, শাহারুল প্রমুখ।
s
