হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে ‘আদর্শ সনাতন সেবা সংঘের’ বানভাসী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আশাশুনিতে ‘আদর্শ সনাতন সেবা সংঘের’ বানভাসী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 139 ভিউজ

এমএম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে আদর্শ সনাতন সেবা সংঘের বানভাসী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন করেছে। গতকাল বিকালে আদর্শ সনাতন সেবা সংঘ (ইচ্ছা) এর উদ্যোগে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু , বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদসহ আশাশুনি সোনালী ব্যাংক লিমিটেড এবং উপজেলা দলিত পরিষদের সার্বিক সহযোগিতায় আশাশুনি বাজার কালি মন্দির চত্বরে বানভাসী অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা রাখেন প্রধান অতিথি উপজেলা পুজাউদযাপন পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক নীলকন্ঠ সোম। হিন্দু , বৈদ্য খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাবেক অধ্যাপক সুবোধ চক্রবর্ত্তীর সভাপতিত্বে পুজা উদযাপন পরিষদের সেক্রেটারী সাবেক ইউপি সচিব গোষ্ঠ বিহারী সরকারের পরিচালনায় উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন বিশেষ অতিথি পুজা উদযাপন পরিষদের সেক্রেটারী রনজিৎ বৈদ্য, আশাশুনি রিপোটার্স ক্লাবের সহসভাপতি এম এম সাহেব আলী,আদর্শ সনাতন সেবা সংঘ (ইচ্ছা)’র আশাশুনি শাখার প্রধান সমন্বয়কারী মৃনাল কান্তি স্বর্ণকার, সনাতন ধর্ম জাগরনী সংঘের সভাপতি কর্ত্তিক সরকার, প্রভাষক বরুন মল্লিক, স্বেচ্ছা সেবকলীগ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দলিত পরিষদের সেক্রেটারী নিমাই সরকার প্রমুখ ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন