হোম আন্তর্জাতিক আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশিদের মেসি-বন্দনার খবর

আন্তর্জাতিক ডেস্ক :

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের উল্লাসে মেতেছেন আর্জেন্টাইন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত সড়ক থেকে অলিগলি পর্যন্ত। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ে আনন্দে আত্মহারা ফুটবলপ্রেমীরা, মেতেছেন মেসি-বন্দনায়। বাংলাদেশিদের সেই উন্মাদনার খবর পৌঁছে গেছে হাজার মাইল দূরের আর্জেন্টিনায়ও।

বাংলাদেশের মেসিভক্তদের উচ্ছ্বাস-উন্মাদনা নিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম বুয়েনস আইরেস টাইমস।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনে মাতেন দক্ষিণ আমেরিকার এই দেশটি থেকে বহু দূরে অবস্থিত বাংলাদেশের সমর্থকরা।

প্রতিবেদনে আরও বলা হয়, আর্জেন্টিনার জয়ের পরপরই মেসির বিশ্বজয়ের আনন্দে শীতের মধ্যেও বাংলাদেশি ফুটবলভক্তরা ‘মেসি, মেসি’ বলে স্লোগান দেন। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান, রাস্তা এবং ফুটবল মাঠে স্থাপন করা বড় পর্দায় ফাইনাল ম্যাচটি দেখতে ঠান্ডা উপেক্ষা করে জড়ো হন হাজারো মানুষ।

ফ্রান্সের বিপক্ষে রোববারের শ্বাসরুদ্ধকর বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা প্রথমার্ধে ২-০-তে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে দুই মিনিটে হজম করে দুই গোল। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মেসি গোল করলেও পরে পেনাল্টি কিক দিয়ে স্কোরে সমতা ফেরান ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ ছিনিয়ে নেয়।

রোববারের ফাইনালে আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন মেসি, অপরটি করেন ডি মারিয়া। আর ফ্রান্সের হয়ে তিনটি গোলই করেন এমবাপ্পে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন