হোম তথ্যপ্রযুক্তি আরব আমিরাতের মঙ্গলযাত্রা হচ্ছে না শুক্রবারেও

আরব আমিরাতের মঙ্গলযাত্রা হচ্ছে না শুক্রবারেও

কর্তৃক
০ মন্তব্য 271 ভিউজ

 অনলাইন ডেস্ক:

বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলগ্রহে সংযুক্ত আরব আমিরাতের নভোযান পাঠানোর দিন দ্বিতীয়বারের মতো পিছিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ফের উড্ডয়ন স্থগিতের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের দেশটি। আবহাওয়ার অবস্থা ভালো না হওয়ায় শুক্রবারও (১৭ জুলাই) নভোযান উড্ডয়ন হচ্ছে না বলে জানিয়েছে আরব আমিরাতের দুবাইয়ের মিডিয়া অফিস।

টুইটারে তারা জানিয়েছে, ইউএই স্পেস এজেন্সি ও মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সঙ্গে অনেক আলোচনার পর আবারও নভোযানের উড্ডয়ন স্থগিত করা হয়েছে।

তানেগাশিমা আইল্যান্ডের আবহাওয়া অস্থিতিশীল রয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে উড্ডয়নের নতুন সময় জানানো হবে বলে নিশ্চিত করে তারা। নভোযানটির সফল উড্ডয়ন সম্পন্ন হলে মঙ্গল যাত্রায় প্রথম মুসলিম দেশ হবে সংযুক্ত আরব আমিরাত।

এর আগে ‘হোপ’ নামের নভোযানটি জাপানের তানেগাশিমা স্পেস সেন্টার থেকে বুধবার (১৫ জুলাই) স্থানীয় ভোর ৫টা ৫১ মিনিটে উড্ডয়নের সময় ঠিক করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার (১৪ জুলাই) জানানো হয়, বাজে আবহাওয়ার কারণে বুধবার উড়ছে না। নতুন দিন ঠিক করা হয় শুক্রবার।

‘হোপ’ এর উদ্দেশ্য মঙ্গল গ্রহের আবহাওয়ার গতিপ্রকৃতির বিস্তারিত ছবি পাঠানো এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের পথ বের করা। এই অভিযানকে আগামী ১০০ বছরের মধ্যে মঙ্গল গ্রহে মানববসতি স্থাপনে যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেই বিশাল লক্ষ্যের সূচনা হিসেবে দেখা হচ্ছে। উড্ডয়নের পর ২০২১ সালের ফেব্রুয়ারি নাগাদ রক্তিমগ্রহ মঙ্গলের কক্ষপথে পৌঁছানোর কথা হোপের। ওই বছরই একীভূত হওয়ার ৫০ বছর পূর্ণ করবে আরব আমিরাত।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ভারত, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি মঙ্গল গ্রহের কক্ষপথে সফল মিশন সম্পন্ন করতে পেরেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন