জাতীয় ডেস্ক :
দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির ভেতরে এবার অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়ে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (১৮ জুন) দুপুরে আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মো. ছানাউল হক মন্ডল গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে আগামী তিন দিন অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সময়ে অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি বলেন, এছাড়া আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। আর খুলনা ও রংপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আরও বলেন, আমরা গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছি। সেই পূর্বাভাস আপাতত অব্যাহত থাকবে। আজকে (শনিবার) সন্ধ্যায় ভারি বর্ষণ নিয়ে আপডেট পূর্বাভাস দেওয়া হবে।
বিস্তারিত আসছে….
