হোম ফিচার ‘আরআরআর’কে ছাপিয়ে গেল ‘৭৭৭ চার্লি’

বিনোদন ডেস্ক :

ভারতীয় সিনেমা অঙ্গনে বেশ কয়েক বছর ধরেই আলোচনায় এসএস রাজামৌলির ‘আরআরআর’। মুক্তির পর বিশ্বজুড়ে অভাবনীয় সাড়া ফেলে দিয়েছে এনটিআর আর রামচরণ অভিনীত এ সিনেমা। গুঞ্জন তো এও শোনা গেছে যে এবার অস্কারেও যেতে পারে ‘আরআরআর’। তবে তারকাবহুল বিগ বাজেটের এই সিনেমাকে এবার ছাপিয়ে গেল ‘সেভেন সেভেন সেভেন চার্লি’।

১০ জুন মুক্তিপ্রাপ্ত রাকশিত শেঠি অভিনীত সিনেমা ‘৭৭৭ চার্লি’ ট্রেলার মুক্তির পরই বেশ সাড়া ফেলেছিল দর্শকের মাঝে। মুক্তির পরও বক্স অফিসে জনপ্রিয়তার ধারা বজায় রেখেছে এই সিনেমা। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ ভালোবাসা প্রাপ্ত সিনেমা বলেও ধরা হচ্ছে ‘৭৭৭ চার্লি’কে। গল্পে দেখানো হয় একজন একাকী ব্যক্তি ও একটি কুকুরের মধ্যকার আবেগীয় বন্ধন। ব্যক্তি জীবনের চড়াই উতরাই এ একটি পোষা কুকুরের সঙ্গ ও বন্ধুত্বে পরিপূর্ণ হয়ে ওঠে ধার্মা উরফে রাকশিতের জীবন।

পোষা প্রাণী নিয়ে সিনেমা ভারতীয় সিনেমায় প্রথম না হলেও একটি বিরল ঘটনা। কারণ ‘৭৭৭ চার্লি’ এমন কিছু বিষয়কে তুলে ধরে যা ভারতে চর্চিত। যেমন অধিক বংশবৃদ্ধি, গেটেড সম্প্রদায়ের মধ্যে পোষা প্রাণী নিষিদ্ধ, কিংবা ধর্ম ইস্যু। এসব গুরুতর কিছু বিষয়কে প্রতিকী রূপে দেখানো হয়েছে সিনেমাকে সমালোচক ও দর্শক উভয়ের চোখেই ইতিবাচক করে তুলেছে। হিসেব বলছে খুব দ্রুতই ১০০ কোটির মাইলফলকের দিকে হাঁটছে ‘৭৭৭ চার্লি’।

এ বছর খুব কম ভারতীয় সিনেমাই আইএমডিবির সেরা ২৫০র তালিকায় নাম লেখাতে পেরেছে। তার মধ্যে একটি ‘৭৭৭ চার্লি’। আইএমডিবি’র সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে ‘৭৭৭ চার্লি’ ৯০০০ ভোট নিয়ে ১০ এর মধ্যে ৯.২ পেয়েছে। এবং এর মাধ্যমেই রাজামৌলির ‘আরআরআর’ কে ছাড়িয়ে গেছে ‘৭৭৭ চার্লি’। দক্ষিণী সিনেমা থেকে আইএমডিবিতে ১৬৯তম অবস্থানে রয়েছে ‘আরআরআর’ এবং তার থেকে এগিয়ে ১১৬তম রয়েছে ‘৭৭৭ চার্লি’।

সূত্র: টলিউড ডট নেট

সম্পর্কিত পোস্ট

মতামত দিন