অনলাইন ডেস্ক:
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মেহেরপুর কার্যালয়ের একটি আম গাছ থেকে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের নাম শামসুজ্জামান মিঠু। তিনি বিসিকে উপব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। শামসুজ্জামান মিঠু ঝিনাইদহ জেলার বাসিন্দা। তিনি বিসিক কার্যালয়ের মধ্যে একটি রুমে থাকতেন।
রোববার (২০ আগস্ট) সকাল ৮টায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার এসআই সঞ্জিব কুমার।
তিনি জানান, বিসিক ক্ষুদ্র শিল্প এলাকার একটি আম গাছে দড়ি বাঁধা অবস্থায় বিসিক কর্মকতার মরদেহ ঝুলছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল যায় পুলিশ। গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত শেষে জানা যাবে।