হোম আন্তর্জাতিক আমি প্রতিদিন ২-৩ কেজি গালি খাই, বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক :

প্রতিদিন ২-৩ কেজি গালি খান বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (১২ নভেম্বর) দেশটির তেলেঙ্গানা রাজ্যে এক সমাবেশে তিনি বলেন, অনেকে আমার কাছে জানতে চায় কীভাবে আমি এত পরিশ্রম করেও ক্লান্ত হই না, কারণ প্রতিদিনি আমি ২-৩ কেজি গালি খাই। ঈশ্বর আমাকে এমনভাবে আশীর্বাদ করেন যে, গালিগুলো আমার কাছে পুষ্টিতে রূপান্তরিত হয়।

সমাবেশে মোদি কারও নাম উল্লেখ না করে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখরের বিরুদ্ধে দুর্নীতি ও পরিবারতন্ত্রের সমালোচনা করেন। তিনি বলেন, রাষ্ট্রের প্রয়োজনে জনগণ আগে, পরিবার নয়।

তিনি বলেন, মোদির সমালোচনা করুন, বিজেপির সমালোচনা করুন, … তবে যদি তেলেঙ্গানা মানুষকে গালি দেওয়া হয় তার জন্য অনেক মূল্য দিতে হবে।

দলীয় কর্মীদের উদ্দেশে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘তেলেঙ্গানার দলীয় কর্মীদের কাছে আমার একটি ব্যক্তিগত অনুরোধ আছে। হতাশা, ভয় এবং কুসংস্কারের কারণে কিছু লোক মোদির জন্য পছন্দের গালাগালি ব্যবহার করবে। আমি আপনাদের এই কৌশলে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন