হোম খুলনাসাতক্ষীরা আমি এমপি নির্বাচিত হলে সাতক্ষীরার প্রধান সমস্যা জলবদ্ধতা নিরসন করব-পথসভায় আলহাজ্ব আব্দুর রউফ

আমি এমপি নির্বাচিত হলে সাতক্ষীরার প্রধান সমস্যা জলবদ্ধতা নিরসন করব-পথসভায় আলহাজ্ব আব্দুর রউফ

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় শহরের নিউমার্কেট মোড়ে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুর সভাপতিত্বে নির্বাচনী পথভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ইনশাল্লাহ সাতক্ষীরা-২ আসনে ধানের ধানের শীষের জোয়ার বইছে। ধানের শীষের জোয়ার দেখে একটি দল ঈশ্বান্বিত হয়ে ধানের শীষের ব্যানার ছিড়ছে। ব্যানারে ভোট হবে না। কারা কোন প্রতীকে ভোট দেবে তারা মনে গেথে ফেলেছে। মহান আল্লাহর রহমতে যদি আপনারা আমাকে এমপি নির্বাচিত করেন তাহলে সাতক্ষীরার প্রধান সমস্যা জলবদ্ধতা দূরীকরণ আমার প্রথম এবং প্রধান কাজ হবে।
নির্বাচনী পথভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক পত্নী সিতারা নাসরিন নিশি, সদর থানা বিএনপির সাবেক আহবায়ক ইউসুফ আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মো. কামরুজ্জামান কামু, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু, পৌর বিএনপির সাবেক আহবায়ক শের আলী, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা কৃষক দলের সভাপতি আব্দুস সামাদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান বাবু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জল সাধু, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী, পৌর ৮নং ওয়ার্ড বিএনপি নেতা ফখরুল আহমদ খান সাগর প্রমুখ।
 এ সময় জাতীয়তাবাদী দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পৌরসভার ৮ নং ওয়ার্ডে নিউ মার্কেট মোড়ে নির্বাচনী পথসভাস্থল। এ সময় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মী ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ আর মুকুল।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন