রাজনীতি ডেস্ক:
প্রশাসনের অনুমতি না পাওয়ায় সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আমিনবাজারে বিএনপির স্থগিত হওয়া সমাবেশ ২৮ সেপ্টেম্বর একই স্থানে অনুষ্ঠিত হবে।
বিকালে ঢাকা জেলা বিএনপির সভাপতি আশফাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সভা স্থগিত করে সংবাদ বিজ্ঞপ্তি দেন।
পূর্ব ঘোষণা অনুযায়ী, খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখাল এবং আমিনবাজারে আজ সমাবেশ হওয়ার কথা ছিল।
এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ৩ টায় নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে ঢাকা জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোথায় কখন সমাবেশ করা হবে।