হোম রাজনীতি আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: সেলিমা রহমান

আমরা বিজয়ের দ্বারপ্রান্তে: সেলিমা রহমান

কর্তৃক Editor
০ মন্তব্য 130 ভিউজ

রাজনীতি ডেস্ক:

রাজপথের আন্দোলন জোরদার করতে ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি নির্দেশ দেন।

সেলিমা রহমান বলেন, আমরা বিজয়ের দ্বারপ্রান্তে, এখন একটু শক্ত হতে হবে। আন্দোলনে শক্তির পাশাপাশি বুদ্ধিও খাটাতে হবে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারি তামাশা ও প্রহসনের নির্বাচন হবে। অবিলম্বে সরকারের পতন ঘটাতে হবে।

মৌলিক আন্দোলনের ঘোষণা আসবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আন্দোলন ছাত্রদলকেই বাস্তবায়ন করতে হবে। সংগ্রামে জয়ী হওয়া ছাড়া কোনো বিকল্প নেই আমাদের। আন্দোলনের মাধ্যমে এমন একটি পরিবেশ, আবহ তৈরি করবো যাতে ৭ তারিখের ডামি নির্বাচন যাতে বানচাল হয়, জনগণ প্রতিহত করে।

শক্তি নিয়ে সরকারের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ কেউ গ্রেফতার এড়াচ্ছে, কেউ কেউ দায়িত্ব..বিদেশিরা ক্ষমতায় বসাবে না, নিজেদের লড়াই করতে হবে। তোমাদের (ছাত্রদল) কাজ কেউ করে দেবে না, রক্ত তোমাদেরকেই দিতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন