হোম আন্তর্জাতিক আবের মৃত্যু, ভারতে একদিনের জাতীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক :

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিনজো আবের মৃত্যুর জানাজানি হবার পর ভারত-জাপান সুসম্পর্কের কথা উল্লেখ করে একাধিক টুইটে নিজের মনের ভাব ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদি।

পাশাপাশি তিনি টুইট করে জানান, শিনজো আবের মৃত্যুতে ভারতে শনিবার (৯ জুলাই) এক দিনের জাতীয় শোক পালিত হবে।

টুইটে মোদি লিখেছেন, আজ সমগ্র ভারত জাপানের সঙ্গে শোক করছে এবং এই কঠিন মুহূর্তে আমরা আমাদের জাপানি ভাই ও বোনদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি আমাদের গভীর শ্রদ্ধার স্মারক হিসেবে ৯ জুলাই ২০২২ তারিখে একদিনের জাতীয় শোক পালন করা হবে।

আবের সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করে মোদি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা নেয়ার পর তার সঙ্গে আমার পরিচয় হয় এবং আমি প্রধানমন্ত্রী হওয়ার পর পর্যন্তও আমাদের বন্ধুত্ব অটুট আছে। অর্থনীতি ও বৈশ্বিক বিষয়ে তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, সবসময় আমার মনে গভীর ছাপ ফেলেছে।

ভারতীয় প্রধানমন্ত্রী লিখেছেন, আমার সাম্প্রতিক জাপান সফরের সময়, আমি আবের সঙ্গে আবার দেখা করার এবং অনেক বিষয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। তিনি বরাবরের মতোই বুদ্ধিদীপ্ত ও অন্তর্দৃষ্টিপূর্ণ ছিলেন। আমি জানতাম না যে এটিই হবে আমাদের শেষ সাক্ষাৎ। তার পরিবার ও জাপানের নাগরিকদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন