নড়াইল অফিস :
আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হাজির হয়ে বিভিন্ন সমস্যার কথা শুনলেন এবং তাদের প্রশ্নের উত্তর দিলেন।
“জনতার মুখোমুখি, জনতার সেবক” এ স্লোগান নিয়ে বুধবার (২১ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গনে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
হবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাদশা মোল্যার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরমেয়র আঞ্জুমান আরা প্রমূখ।
হবখালী ইউনিয়নবাসীর আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার সমস্যা বিশেষ করে স্বাস্থ্য সেবা, যোগাযোগ ব্যবস্থা, ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি, এলাকার মসজিদ-মন্দিরের উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তূজা সেগুলো খাতায় লিপিবদ্ধ করে রাখেন পরবর্তিতে সংসদ সদস্য সেসব প্রশ্নের উত্তর দেন।
আগামীকাল (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার বিকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ল ঘাট মাদরাসা মাঠে এবং ২৩ ডিসেম্বর শুক্রবার বিকালে কাশিপুর ইউনিয়নের কাশিপুর এ,সি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান হবে। পর্যায়ক্রমে তাঁর নির্বাচনী আসনের সকল ইউনিয়নে জনতার মুখোমুখি হবে বলেও জানান এই সংসদ সদস্য।
অনুষ্ঠানে মাশরাফি বলেন,আপনাদের মাথায় হাত বুলিয়ে জড়াই ধরে আপনাদের খুশি করা খুব সহজ কাজ, আর এই করে আপনারা এতদিন অবহেলিত থেকেছেন। আমি আপনাদের একটু চালাক বানাতে এসেছি । আমার দায়িত্ব আপনাদের কাজ করে দেয়া। রাস্তা, ঘাট, মসজিদ ,মন্দির নির্মাণ করা। আপনাদের কাছে অনুরোধ কাউকে অর্থ দিয়ে কোন কাজ করাতে যাবেন না। বিশ্বাস করেন কাজের কথা বলে যারা আপনাদের কাছ থেকে টাকা নেই তারা কাজ করে দিতে পারেনা । সরকারের কিছু নিয়ম কারুন আছে ইচ্ছে করলেই সব কাজ করা যায় না।
