রাজনীতি ডেস্ক:
কোটা নিয়ে আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এ দাবি করেন তিনি।
তিনি বলেন, এই আন্দোলন আর এখন সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। জামাত, শিবির ও হিজবুত তাহেরির ক্যাডারদের নিয়ন্ত্রণে চলে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, মৌলবাদী গোষ্ঠী কোটা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। বিজয় একাত্তর হলে প্রথম হামলা হয় ছাত্রলীগের ওপর। ছাত্রলীগ কোনো সংঘাত চায় না। সোমবার ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলেছিল।