হোম অন্যান্যশিক্ষা আন্দোলনকারীদের হটিয়ে ছাত্রলীগের নিয়ন্ত্রণে ঢাবি ক্যাম্পাস

আন্দোলনকারীদের হটিয়ে ছাত্রলীগের নিয়ন্ত্রণে ঢাবি ক্যাম্পাস

কর্তৃক Editor
০ মন্তব্য 33 ভিউজ

শিক্ষা ডেস্ক:

কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের হটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাস নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ।

সোমবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ক্যাম্পাস নিয়ন্ত্রণে নেয় তারা।

এর আগে বিকেল ৩টার দিকে ঢাবির বিজয় একাত্তর হল সংলগ্ন হল পাড়ায় কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গণমাধ্যমকর্মীসহ আহত হয়েছেন অনেকে। তাদের অনেকেই ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

একপর্যায়ে কোটাবিরোধী আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দিয়ে ক্যাম্পসের নিয়ন্ত্রণে নেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে এ কর্মসূচির আহ্বান করা হয়। কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, সরকারি ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজসহ রাজধানীর অন্তত ১০-১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন