হোম খেলাধুলা আনচেলত্তি থেকে শেখার অপেক্ষায় নেইমার

খেলাধূলা ডেস্ক:

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষে আগামী মৌসুমে ব্রাজিল শিবিরে যোগ দিচ্ছেন কার্লো আনচেলত্তি। এমন গুঞ্জনে নতুন মাত্রা যোগ করলেন নেইমার জুনিয়র। তার কথাতেই স্পষ্ট সেলেসাওদের পর্ববর্তী কোচ হচ্ছেন এই ইতালিয়ান কোচ। তার থেকে অনেক কিছু শেখার অপেক্ষায় আছেন বলেও জানিয়েছেন পিএসজি তারকা।

কাতার বিশ্বকাপের ব্যর্থতার পর ব্রাজিলের দায়িত্ব ছেড়েছিলেন তিতে। ২০০৬ থেকে ২০২২, টানা পাঁচ আসর; বিশ্বমঞ্চে বারবার ইউরোপীয়দের কাছে হেরে বিদায় নেয়ায় এবার তাই দেশীয় কোচের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তাদের প্রথম পছন্দ ও ভরসা ইতালিয়ান কোচ আনচেলত্তি।

যার কারণে বিশ্বকাপের পর আফ্রিকার দুই দেশের বিপক্ষে হারলেও স্থায়ী কোচ নিয়োগ নিয়ে তাড়াহুড়ো করছে না তারা। আনচেলত্তির জন্য তারা ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি। কারণ স্প্যানিশ ক্লাব রিয়ালের সঙ্গে তার চুক্তি আছে। সে চুক্তি শেষে তিনি ব্রাজিল শিবিরে যোগ দেবেন বলেই খবর, ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্তের। যদিও আনচেলত্তির সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি সারতে পারেনি সিবিএফ। তবে গুঞ্জন আছে, তিনি মৌখিকভাবে সম্মত হয়েছেন।

ইতালিয়ান কোচ যে রিয়াল মাদ্রিদ ছেড়ে আগামী বছর ব্রাজিল শিবিরে যোগ দিচ্ছেন, তা অনেকটা নিশ্চিত সেলেসাও তারকা নেইমারের কথায়। দেশটির গণমাধ্যম ‘টিভি ব্যান্ডকে’ দেয়া সাক্ষাতকারে আনচেলত্তিকে নিয়ে নিজের জল্পনা-কল্পনা তুলে ধরেছেন তিনি।

নেইমার বলেন, ‘আমাদের একজন বিদেশি কোচ পাওয়ার সুযোগ আছে। আনচেলত্তি সবকিছুই জিতেছেন এবং আমি নিশ্চিত, সে আমাদের অনেক কিছু শেখাবেন।’

এদিকে ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডট কম জানাচ্ছে, রিয়াল মাদ্রিদও তাদের বর্তমান কোচকে বিদায় জানানোর সব রকম প্রস্তুতি নিয়ে রাখছে। আনচেলত্তি পরবর্তী যুগে কোচ হিসেবে মাদ্রিদিস্তাদের পছন্দ বায়ের লেভারকুসেনের জাভি আলোনসো। বুন্দেসলিগায় গত বছর দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন তিনি। স্প্যানিশ এ কোচেরও লেভারকুসেনের সঙ্গে চুক্তি শেষ হবে ২০২৪ সালে। এরপর তাকে দেখা যেতে পারে রিয়ালের ডাগআউটে। এর আগে ২০০৯ থেকে ২০১৪ সালে ৪১ বছর বয়সী এ কোচ খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন