হোম ফিচার ‘আদিপুরুষ’র আপত্তিকর সংলাপ বদলাতে সম্মতি নির্মাতাদের

বিনোদন ডেস্ক:

আদিপুরুষ বিতর্ক যেন থামার নাম নেই। রামকে ভারতে দেবতাতুল্য ধরা হয়। আর এ সিনেমায় তাদের দেবতাদের উপহাস করে এমন একটি চলচ্চিত্র কীভাবে কোনো আপত্তি ছাড়াই সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পেল তা নিয়েও এবার উঠেছে প্রশ্ন।

মুক্তির পর থেকেই আদিপুরুষকে ঘিরে বিতর্ক শেষ হওয়ার নাম তো নিচ্ছেই না বরং দিন দিন এ সিনেমা বন্ধের দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে। এ সিনেমার আপত্তিকর সংলাপ, সমস্যাযুক্ত দৃশ্য বা অনুপযুক্ত চরিত্র উপস্থাপনা সব মিলিয়ে দর্শকরা ছবিটির বিষয়বস্তু নিয়ে সন্তুষ্ট নয় একদমই।

ইতোমধ্যে কাঠমান্ডু, পোখারা মেট্রোপলিটন সিটি এবং এখন মুম্বাইসহ বেশ কয়েকটি জায়গায় ‘আদিপুরুষ’ চলচ্চিত্রের প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে এ সিনেমার লেখক মনোজ মুনতাশির এবং পরিচালক ওম রাউত মধ্যপ্রদেশে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে ক্ষত্রিয় করনি সেনার কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানা গেছে, পাশাপাশি ছবিটি বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনার সম্মুখীন হয়েছে। আর এর জেরে মুম্বাই পুলিশের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন লেখক মুনতাশির।

অন্যদিকে এ সিনেমার নির্মাতারা ‘আদিপুরুষ’ সিনেমার আপত্তিকর সংলাপ যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সেগুলোকে পরিবর্তন করতে সম্মত হয়েছেন। যদিও দর্শকরা মনে এরজন্যে অনেক দেরি হয়ে গেছে। সংলাপ গুলো এখন সবার মুখে মুখে, ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়ও। সুতরাং পরিবর্তন করলেও এখন আর কোন লাভ হবে না।

এদিকে এই ক্ষোভের মধ্যে, বড় প্রশ্ন উঠছে যে হিন্দু ধর্মাবলম্বীদের ঈশ্বরকে উপহাস করে এমন একটি চলচ্চিত্র কীভাবে কোনও আপত্তি ছাড়াই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেল?

সম্পর্কিত পোস্ট

মতামত দিন