হোম খেলাধুলা আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া : ‘ওরা ১১ জন, আমরাও ১১, কিন্তু ১১ জন মেসি নেই’

ফুটবল বিশ্বকাপ :

‘ডি’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে কাতার বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট পেয়েছে অস্ট্রেলিয়া। নকআউট পর্বে তাদের প্রতিটক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের আত্মবিশ্বাসীই দাবি করলেন অজি সেন্টারব্যাক মিলস দেজেনেক। খবর টিওয়াইসি স্পোর্টসের।

বাঁচামরার ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া শেষ ষোলোয় আসে ডেনমার্ককে হারিয়ে। নকআউট পর্বে এ দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার (৩ ডিসেম্বর) রাত একটায়।

মেসি সময়ের সেরা ফুটবলার। অনেকে তো তাকে সর্বশ্রেষ্ঠ বলেও অভিহিত করে থাকেন। এমন একজনের বিপক্ষে মাঠে নামার আগে মোটেও চিন্তিত নয় অস্ট্রেলিয়া শিবির, দেজেনেক তো সেটাই বলছেন। তিনি বলেন, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলব, ম্যাচটা কঠিন হবে। কিন্তু এটা খেলার অংশ। ওদের ১১ জন, আমরাও ১১ জনই খেলতে নামব। সেখানে কিন্তু ১১ জন মেসি নেই। মেসি একজনই।’

আগেই বলা হয়েছে, মেসিকে অনেকে সর্বকালের সেরা ফুটবলার মানেন। তবে তাকে সময়ের সেরা মানতে বাধ্য বোধহয় তাবৎ ফুটবল দুনিয়া। এমন একজনের বিপক্ষে খেলতে ভালোবাসেন দেজেনেক। তিনি বলেন, ‘আমি সবসময় মেসিকে ভালোবেসেছি। এই খেলাটা যারা খেলে, আমার মনে হয় তাদের মধ্যে সে বিশ্বসেরা। কিন্তু তার বিপক্ষে খেলা মানে গৌরবের কিছু নয়। কারণ আমাদের মতো সেও মানুষ।’

দেজেনেক তবুও শঙ্কা প্রকাশ করছেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনা দল তারকায় ভরা। ওদের বেঞ্চেও অনেক ভালো ফুটবলার। নিঃসন্দেহে এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। ডেনমার্কও আমাদের জন্য কঠিন প্রতিপক্ষ ছিল, কিন্তু আমরা এখন শেষ ষোলোয়।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন