হোম অন্যান্য আজকের জোকস : প্রেমিকের নাম মনে করতে পারছে না!

আজকের জোকস : প্রেমিকের নাম মনে করতে পারছে না!

কর্তৃক
০ মন্তব্য 130 ভিউজ

জোকস : প্রেমিকের নাম মনে করতে পারছে না!
প্রেমিকের নাম মনে করতে পারছে না!
ঘটনাটি ইতালির। একদিন বিশ্ববিদ্যালয় ছাত্রী রিনি খুব মদপান করছে। পেগের পর পেগ নিয়েই চলেছে ঘণ্টা দুয়েক ধরে। শেষে কান্না শুরু করলো একপর্যায়ে। রুমমেট জেরি এবার নাক গলালো রুম মেটের বিষয়ে-
জেরি: ঘটনা কী? এভাবে মদ গেলার কারণটা কী? তার ওপর এখন কান্নাও শুরু করেছিস?
রিনি: যে ছেলেকে ভোলার জন্য এতক্ষণ ধরে মদ গিলছি, তার নামটিই মনে করতে পারছি না যে…

****

পৃথিবীর শক্তিশালী দুটি নেটওয়ার্ক
বস: পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুটি নেটওয়ার্ক কী?
কর্মী: স্যার, শক্তিশালী নেটওয়ার্ক দুটি হলো- ফিমেল আর ইমেল।
বস: ব্যাখ্যা করো।
কর্মী: স্যার, দুটিই নিমেষে এদিকের সমস্ত খবর ওদিকে ছড়িয়ে দিতে পারে।

****

তালাক দিতে সাহস লাগে
কাজি: বুঝলে রমিজ মিয়া, অ্যারেঞ্জড মেরিজে তালাকের সংখ্যা কম।
ঘটক: তা-ই তো দেখতাছি হুজুর।
কাজি: কিন্তু কেন, তা বলতে পার?
ঘটক: যারা সাহস কইরা নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না; তারা আবার তালাক দিবো কোন সাহসে?

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন