হোম জাতীয় আগারগাঁও হতে মতিঝিল: শুক্রবার মেট্রোরেল চলাচল পরীক্ষণের শুভ সূচনা করবেন কাদের

জাতীয় ডেস্ক:

রাজধানীর আগারগাঁও হতে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল পরীক্ষণের শুভ সূচনা করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (০৬ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (০৭ জুলাই) বিকেল ৪টায় আগারগাঁও স্টেশনের প্ল্যাটফর্ম হতে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও হতে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল পরীক্ষণের শুভ সূচনা করবেন মন্ত্রী।

অনুষ্ঠানে আগত সাংবাদিকরা মেট্রোরেল স্টেশনের প্রবেশপথে নিজ নিজ সংবাদ মাধ্যমের প্রেস আইডি দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়।

এরইমধ্যে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রাতে পাড়ি দিয়েছে মেট্রোরেল। আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচলের আগের প্রস্তুতি ঝালিয়ে নিতেই বুধবার (৫ জুলাই) দিবাগত মধ্যরাতে আগারগাঁও থেকে সাতটি স্টেশন পাড়ি দেয় মেট্রোর কোচ।

আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরুর এ প্রক্রিয়ায় প্রথমবার মতিঝিল পর্যন্ত যায় মেট্রোর কোচ। পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারদর্শিতা পরীক্ষা বা পারফরম্যান্স টেস্ট। এর পরের ধাপে হবে ‘সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট’। চূড়ান্ত পর্যায়ে হবে ‘ট্রায়াল রান’ বা পরীক্ষামূলক চলাচল। পরীক্ষামূলক চলাচলের তিনটি ধাপের প্রথমটি শুরু হবে শুক্রবার । চলতি বছরের ১৫ অক্টোবরের মধ্যে পরীক্ষামূলক চলাচল শেষ করতে চায় ডিএমটিসিএল। এরপরই শুরু হবে এমআরটি সিক্স পুরো লাইনে যাত্রী বহন।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সময় সংবাদকে বলেন, থিওরিটিক্যালি সব কাজ শেষ হয়েছে; এখন প্র্যাকটিক্যালি ট্রেনটিকে নিয়ে যেতে হবে। এ রুটে মেট্রোরেল চলাচলের দক্ষতার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো এখন রাতের বেলা করা হচ্ছে। স্টেশনগুলো ঠিকমতো হয়েছে কী না, লোড নেয়ার যে সক্ষমতা সেটা ঠিক আছে কী না, সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোর এ পথে স্টেশন রয়েছে ৯টি। এর পরেই বিজয়সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিল – এ ৭ টি স্টেশনে বুধবার রাতে মেট্রোরেল চলায় উচ্ছ্বসিত হন প্রত্যক্ষদর্শীরা।

চলতি বছরের জুন পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল অংশে কাজের অগ্রগতি ৯৫ শতাংশেরও বেশি। মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজের অগ্রগতি সাড়ে ৭ শতাংশ। মেট্রোরেল প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন