হোম জাতীয় আগামী কয়েকদিনে আরও কিছু ঘটনা ঘটবে: ইসি আনিছুর

জাতীয় ডেস্ক:

আগামী কয়েকদিনে আরও কিছু ঘটনা ঘটবে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। তবে কি ধরনের ঘটনা ঘটবে সে ব্যাপারে কিছু বলেননি তিনি।

ইসি আনিছুর বলেছেন, আগামী কয়েকদিনে আরও কিছু ঘটনা ঘটবে। কারণ, এই নির্বাচন যেনো প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য কমিশন সবার সহযোগিতা চেয়েছে। কেমন নির্বাচন হয় বাংলাদেশে, তা দেখার জন্য বিদেশিরা তাকিয়ে আছে। তাই আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষ একটি ভোটের আয়োজন। আর সেই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন কমিশন প্রয়োজনে সবগুলো সংস্থাকে কাজে লাগাচ্ছে।

চাঁদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন কমিশনের কর্মকর্তা, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রার্থীরা যারা মাঠে আছেন, তাদের প্রত্যেকের শক্তি সামর্থ্য আছে। সুতরাং ভোটে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই।

আনিছুর রহমান বলেন, ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে কেবলমাত্র প্রার্থীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এছাড়া নির্বাচনী প্রচার প্রচারণায় আচরণবিধি মানা হচ্ছে কিনা তা দেখতেও গোটা কমিশন এখন মাঠে চষে বেড়াচ্ছেন। সুতরাং এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠার কারণ নেই।

এর আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে চাঁদপুরের ৫টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনারের কাছে তাদের প্রচার প্রচারণায় বাধা, আচরণবিধি ভঙ্গের বিষয় এবং অন্যান্য প্রসঙ্গ তুলে ধরেন।

এসময় নির্বাচন কমিশনার বলেন, আমরা মচকালেও, ভাঙবো না। ভোটের পরিবেশ নষ্ট হয়, এমন সব পরিস্থিতি কঠোরভাবে দমন করা হবে। কারণ, গোটা জাতির প্রত্যাশা পূরণের এই নির্বাচন। তাছাড়া বিদেশিরাও তাকিয়ে আছে।

এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন