জাতীয় ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে জব্দ করা কসমেটিক ও চকলেটসহ বিভিন্ন পণ্য নিলাম নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে স্থলবন্দরের কাস্টমসের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তার বিরুদ্ধে।
এ ঘটনায় ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন নিলামে অংশ নেয়া ব্যবসায়ীরা। এ সময় অভিযুক্ত কর্মকর্তার অপসারণ দাবি করেন তারা।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস হাউজে এ ঘটনা ঘটে।
নিলামে অংশ নেয়া ব্যবসায়ী মানিক মিয়া ও কাউছার আহাম্মেদ জানান, ঘোষিত নিলামের শর্ত অনুযায়ী, বুধবার সকালে ব্যবসায়ীদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়। শর্ত মেনেই বিভিন্ন স্থান থেকে শতাধিক ব্যবসায়ী আখাউড়া স্থলবন্দরের কাস্টমস হাউজে এসে নিলামে অংশ নেন। কিন্তু কাস্টমসের ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আশ্রাফ উদ্দিন নানা টালবাহানা করে নিলাম প্রক্রিয়া স্থগিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীরা তাকে অবরুদ্ধ করে রাখে।
তারা আরও জানান, ২০ লাখ টাকা মূল্যের বিভিন্ন পণ্য নিলাম ঘোষণা করা হয়। যথারীতি ডাকও ওঠে। কিন্তু অনৈতিক সুবিধা নিয়ে পছন্দের ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিলাম পাইয়ে দেয়ার জন্য ওই কর্মকর্তা শুরুতেই নানা ছলছাতুরীর আশ্রয় নেন। একপর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোহাই দিয়ে নিলাম স্থগিত করেন তিনি।
তবে গুদাম কর্মকর্তা আশ্রাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করেন বলেন, ‘আমি যা করেছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে করেছি। কাউকে সুবিধা পাইয়ে দেয়ার বিষয়টি সঠিক নয়।’
