হোম খেলাধুলা আইসিসি থেকে সুখবর পেলেন তাসকিন

খেলাধূলা ডেস্ক :

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান ছিল টাইগার পেসার তাসকিন আহমেদের। সিরিজ নির্ধারণী খেলায় ম্যাচসেরা এবং সিরিজ সেরাও নির্বাচিত হন তাসকিন। এবার সেটিরই পুরস্কার পেলেন টাইগার এ স্পিডস্টার।

বুধবার (৩০ মার্চ) আইসিসির সবশেষ আপডেট অনুযায়ী, ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ৩৩তম স্থানে উঠে এসেছেন তাসকিন। এছাড়া আরেক টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের অবস্থান ১৬তম।

এদিকে, তাসকিনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে প্রভাব পড়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের র‌্যাঙ্কিংয়েও। সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। তার অবস্থান এখন অষ্টম। এছাড়া আগে থেকেই সেরা দশে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার পজিশন সপ্তম।

এছাড়া টিম টাইগার্সের ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন। আগের ২১ তম পজিশন থেকে এক ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে তিনি। মুশফিকুর রহিম ৪ ধাপ পিছিয়ে অবস্থান করছেন ১৭তম স্থানে। এছাড়া অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন সাকিব। এ তালিকার ৯ম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ।

এদিকে, প্রোটিয়াদের বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। ৭ নম্বর থেকে ৬ নম্বরে উঠে এসেছে তামিম ইকবাল বাহিনী।

মঙ্গলবার (২৯ মার্চ) আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, বাংলাদেশ একধাপ উপরে উঠে এসেছে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম ওয়ানডেতে ৮৮ রানের পরাজয়ে এই সুখবর পেল বাংলাদেশ। পাশাপাশি কাজে লেগেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ও।

বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩। সমান পয়েন্ট সত্ত্বেও পাকিস্তান ছয় থেকে একধাপ নিচে নেমে সাতে গেছে। সবার শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। পরের স্থানগুলোতে আছে যথাক্রমে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৯, অস্ট্রেলিয়ার ১১৭, ভারতের ১১০ ও দক্ষিণ আফ্রিকার ১০২।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন