হোম আন্তর্জাতিক আইএসের সঙ্গে সন্ত্রাসী তালিকায় নাভালনির নাম!

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে জেলে যাওয়া অ্যালেক্সেই নাভালনিকে এবার চরমপন্থী সন্ত্রাসীদের তালিকায় ঠাঁই দেওয়া হলো। এর আগে এই নিষিদ্ধ তালিকায় নাম উঠেছিল নাভালনি ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির।

বার্তা সংস্থা এএফপি জানায়, পুতিনের কট্টর সমালোচক নাভালনির দুর্নীতি বিরোধী সংস্থার নাম গত বছরই চরমপন্থী তালিকায় পাঠানো হয়েছে। এমনকি সংস্থাটিকে নিষিদ্ধও করা হয়েছে। নতুন এ ঘোষণা অনুযায়ী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে একই কাতারে ফেলা হলো নাভালনিকে।

পুতিন সরকারের বিরোধিতা করলেই কণ্ঠরোধের সর্বোচ্চ করা হচ্ছে রাশিয়াতে।

বছরখানেক আগে নাভালনির দুই ঘনিষ্ঠ সঙ্গী লিওনিদ ভলকভ ও ইভান ঝাদনভকে সন্ত্রাসীর তালিকায় রাখে রাশিয়া। যে খবর শুনতেই ইনস্টাগ্রামে ৩৩ বছরের ঝদনভ ৪১ বছর বয়সী ভলকভকে রসিকতা করে ‘কনগ্র্যাচুলেশন ব্রো’ জানান।

উল্লেখ্য, এই ঘটনার আগের একবছর ধরে রাশিয়ার রাজনীতি কার্যত তপ্ত থেকেছে নাভালনিকে নিয়ে। এর আগে রাশিয়া প্রশাসন গ্রেফতার করে প্রেসিডেন্ট পুতিনের সবচেয়ে বড় সমালোচক নাভালনিকে।

২০২০ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ৪৫ বছর বয়সী নাভালনি। তার বিরুদ্ধে প্যারলের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। যদিও তার সমর্থকেরা বলছেন, এটা অজুহাত।

নাভালনিকে কারাবন্দি ও নার্ভ এজেন্ট প্রয়োগের ঘটনায় বেশ কয়েক রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

এক টুইট পোস্টে ইউরোপীয় পার্লামেন্ট বলছে, ভ্লাদিমির পুতিন সরকারের দুর্নীতির বিরুদ্ধে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এতে তার স্বাধীনতা হরণ করা হয়েছে, জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছে। এই অসম সাহসিকতার স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

এই সময় অতি সত্বর নাভালনির মুক্তি দাবি করেছে ইউরোপীয় পার্লামেন্ট। চিন্তার স্বাধীনতার জন্য দেওয়া ৫০ হাজার ডলারের শাখারভ পুরস্কার এর আগে পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা ও পাকিস্তানি শিক্ষা অধিকারকর্মী শান্তিতে নোবেলজয়ী মালালা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন