হোম আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় তেজস্ক্রিয় ক্যাপসুল `নিখোঁজ’, বিকিরণ সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় পরিবহনকালে একটি তেজস্ক্রিয় ক্যাপসুল হারিয়ে গেছে। ক্যাপসুলটিতে তেজস্ক্রিয় উপাদান ক্যাসিয়াম-১৩৭ রয়েছে। ক্যাপসুলটির খোঁজে জোর অভিযান চলছে। খবর বিবিসির।

হারিয়ে যাওয়া ক্যাপসুলটি বেশ ছোট। ক্ষুদ্র এই ক্যাপসুলের প্রস্থ ৬ মিলিমিটার ও উচ্চতা ৮ মিলিমিটার। কর্তৃপক্ষ জানিয়েছে, ১০-১৬ জানুয়ারি সময়ে ট্রাকে পরিবহনের সময় নিউম্যান শহরের উত্তরে পিলবারার খনি অঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় পার্থের মধ্যবর্তী স্থানে ক্যাপস্যুলটি হারিয়ে যায়।

এ ঘটনায় অস্ট্রেলিয়ার ওই অঞ্চলে বিকিরণ সতর্কতা জারি করা হয়েছে। কারণ, কেউ এটি স্পর্শ করলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন। এটি দেখলে দূরে থাকতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

ক্যাসিয়াম-১৩৭ তেজস্ক্রিয় পদার্থটি সাধারণত খনিতে ব্যবহৃত হয়। অগ্নি ও জরুরি সেবা বিভাগ (ডিএফইএস) বলেছে, এটি কোনো রাসায়নিক অস্ত্র নয়। তবে এটি তেজস্ক্রিয় বিকিরণ ঘটাতে পারে। এতে ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদি ঝুঁকি রয়েছে।

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও রেডিওলজিক্যাল কাউন্সিলের চেয়ার অ্যান্ড্রু রবার্টসন বলেন, এই পদার্থটি গ্রহণযোগ্য মাত্রায় বিকিরণ ঘটায়।

তিনি বলেন, না জেনে কেউ এটি তুলে নেয় কি না, সেটিই চিন্তার বিষয়। তারা হয়তো আকর্ষণীয় কিছু ভেবে এটি রেখে দিতে পারে, ঘরে বা গাড়িতে রেখে দিতে পারে কিংবা কাউকে দিয়ে দিতে পারে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন