খেলাধূলা ডেস্ক :
ক্রিকেটের সুপার ক্লাসিকো ভারত-পাকিস্তান ম্য্যাচ। কিন্তু রাজনৈতিক বৈরিতার কারণে দুই দলের মধ্যে প্রায় এক দশক ধরে হয় না কোনো দ্বিপক্ষীয় সিরিজ। আইসিসি ও এসিসির প্রতিযোগিতাগুলোতে কালেভদ্রে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই দেখার সুযোগ পায় ক্রিকেট বিশ্ব। সবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বসে পাক-ভারত লড়াই দেখেছিল প্রায় ৯০ হাজার দর্শক। দুই দলের ম্যাচকে ঘিরে এমন উম্মাদনা দেখে, বাবর-রোহিতদের ফের নিজেদের মাঠে লড়াইয়ে নামানোর কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
গুঞ্জন আছে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারত-পাকিস্তানকে নিয়ে একটি ঐতিহাসিক টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার বর্তমান ধারাভাষ্যকার সিমন ও ডোনেল জানান, অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিক দেশসহ ভারত ও পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
গত ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দুই দলের লড়াইকে ঘিরে সমর্থকদের উম্মাদনাকে অবিশ্বাস্য উল্লেখ করে সিমন বলেন, ‘ নিরপক্ষে ভেন্যুতে ৯০ হাজার দর্শক, দুই দলের লড়াইকে ঘিরে সমর্থকদের ছিল অসাধারণ অনুভূতি। খেলার প্রতিটি দৃশ্য, হাড্ডাহাড্ডি লড়াই, রুদ্ধশ্বাস পরিস্থিতি; সব মিলিয়ে টুর্নামেন্টের অন্যতম সেরা একটি ম্যাচ ছিল এটি।’
ক্রিকেট বিশ্বকে এমন আরেকটি রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে এবার দুই দলের মধ্যে একটি ঐতিহাসিক টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে জানিয়ে সিমন বলেন, ‘ এখানে দুই দলের মধ্যে একটি টেস্ট ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে, হতে পারে ইতোমধ্যে আলাপ-আলোচনাও চলছে।’
ভারত ও পাকিস্তান সবশেষ সাদা পোশাকে একে অপরের মুখোমুখি হয়েছিল ১৫ বছর আগে। ২০০৭ সালের নভেম্বরে সবশেষ ভারতের মাটিতে তিন ম্যাচের একিট টেস্ট সিরিজ খেলেছিল দুই দল।
ওশেনিয়ার দেশটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন নিয়ে সিমন বলেন, ‘ এখানে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের সম্ভাবনাও রয়েছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের লড়াইয়ে বিশাল সংখ্যক দর্শকের আগ্রহ দেখেই এমন পরিকল্পনা নিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া, এমনটা ইঙ্গিত করে সিমন বলেন, ‘ ইতোমধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।’
আইসিসি ও এসিসির প্রতিযোগিতার বাইরে ভারত ও পাকিস্তান সবশেষ দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজের মুখোমুখি হয়েছিল ২০১৩ সালে।
