হোম খেলাধুলা অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল ভারত

কর্তৃক Editor
০ মন্তব্য 132 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

ঘরের মাটিতে একমাত্র টেস্টে দাপুটে জয় পেলেও ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি ভারতের নারীরা। তিন ম্যাচ সিরিজের সবকটিতে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে হারমানপ্রীত কৌররা।

প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খোয়ানো ভারত মঙ্গলবার (২ জানুয়ারি) হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে হেরেছে ১৯০ রানের বড় ব্যবধানে।

পোয়েবি লিচফিল্ডের ১১৯ ও অ্যালিসা হিলির ৮২ রানে ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ৩৩৮ রান তোলে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ১৪৮ রানেই গুঁড়িয়ে যায় স্বাগতিকরা।

মুম্বাইয়ের ওখাংখেড়ে স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অ্যালিসার দল। শুরু থেকেই ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেন দুই অজি ওপেনার লিচফিল্ড ও অ্যালিসা। অনেক চেষ্টার পর ২৯তম ওভারে গিয়ে প্রথম উইকেটের দেখা পায় ভারত। ততক্ষণে অ্যালিসা ও লিচফিল্ড মিলে তুলে নেন ১৮৯ রান। পূজা ভাস্ত্রকরের বলে বোল্ড হয়ে ফেরেন অ্যালিসা। ৮৫ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৮২ রান তুলে নেন অজি অধিনায়ক। তবে সেঞ্চুরি হাঁকিয়েই মাঠ ছাড়েন লিচফিল্ড। ১৬ চার ও ১ ছক্কায় ১২৫ বলে ১১৯ রান করে ইনিংসের ৪০তম ওভারে দীপ্তি শর্মার শিকার হন তিনি।

এই দুই ব্যাটার ছাড়া আর কেউই সেভাবে বড় রান করতে পারেনি। দুজনের কল্যাণে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩৩৮ রান তোলে অজিরা। ভারতের পক্ষে বল হাতে সফল ছিলেন কেবল শ্রেয়াঙ্কা পাতিল। ৫৭ রান খরচায় ৩ উইকেট নেন তিনি। এছাড়া আমনজ্যোত কৌর ২ উইকেট নেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। যশতিকা ভাটিয়া মাত্র ৬ রান করে ফিরে যান। ভালো শুরুর বার্তা দিয়েও ২৯ বলে ২৯ রান করে সাজঘরের পথ ধরেন স্মৃতি মান্ধানা। গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা রিচা ঘোষও তেমন কিছু করতে পারেননি এদিন। মাত্র ১৯ রান করে ফেরেন তিনি। বাকিদের মধ্যে জেমিমা রদ্রিগেজ ও দীপ্তি সমান ২৫ রান করেন। অজি বোলারদের তোপে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ৩২.৪ ওভারের মধ্যে ১৪৮ রানে গুঁড়িয়ে যায় হারমানপ্রীতের দল।

৬.৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচায় ৩ উইকেট নেন অজি স্পিনার জর্জিয়া ওয়্যারহ্যাম। ২টি করে উইকেট তুলে নেন মেগান শাট, অ্যালানা কিং ও আন্নাবেল সাদারল্যান্ড।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট আর দ্বিতীয় ওয়ানডেতে ৩ রানে হেরেছিল ভারত। তাতে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হলো হারমানপ্রীতদের। যদিও একমাত্র টেস্টে তারা ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন