হোম অন্যান্যসারাদেশ অসহায় কৃষকের পাকা ধান কেটে দিলেন ঝিকরগাছা উপজেলা যুবলীগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :

সফল রাষ্ট্রনায়ক জননেত্রীশেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সংগ্রামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে করোনা মহাসংকটে দেশব্যাপী অসহায় কৃষকের পাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। ধান কাটার কার্যক্রম মানবতার সেবায় ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে-যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম ও যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ এর নেতৃত্বে ঝিকরগাছা উপজেলার হাড়ীয়াদাড়া মৌজায় একজন কৃষকের দুই বিঘা পাকা ধান কেটে দেওয়া হয়েছে। ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের এই মহৎ কাজের জন্য স্থানীয় এলাকাবাসী ও কৃষকরা বেশি প্রশংসা করেছেন। অধিকাংশ এলাকাবাসীর কৃষকরা বলেছেন ঝিকরগাছা উপজেলা যুবলীগের নেতৃবৃন্দরা আমাদের পাশে দাঁড়িয়েছে সত্যি এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

এভাবে যদি আওয়ামীলীগের অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা মানবতার সেবা নিয়ে এগিয়ে আসে তাহলে অসহায় কৃষকরা পাকা ধান দুর্যোগ প্রবণ এলাকা কালবৈশাখীর হাত থেকে রক্ষা পাবে এবং দ্রুত কৃষকের ঘরে উঠবে। এ বিষয়ে জানতে চাওয়া হলে যুগ্নআহবায়ক ছেলিমুল হক সালাম বলেন-সংকট সংগ্রামে ঝিকরগাছা উপজেলা যুবলীগ সর্বদা প্রফুল্লচিত্তে ছুটে আসবে সাধারণ মানুষের পাশে। যুগ্নআহবায়ক ইলিয়াস মাহমুদ বলেন- একজন কৃষকের ১বিগা জমির ধান কাটতে (৪৫০০-৫০০০) টাকা খরচ, সে ক্ষেত্রে আমরা যদি এভাবে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের গরীব অসহায় বর্গাচাষীদের পাশে যেয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের জমির ধান কেটে দিতে পারি তাহলে অধিকাংশ কৃষক আর্থিকভাবে উপকৃত হবে। তবে করোনা কালীন সময়ে অসহায় কৃষকদের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন