হোম খেলাধুলা অশ্বিনকে দলে না নেয়ায় চটেছেন সৌরভ

খেলাধূলা ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে রাখা হয়নি ব়্যাঙ্কিংয়ের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিনকে। অথচ সবুজ পিচ হওয়া সত্ত্বেও অফ স্পিনার নাথান লায়নকে দলে ভিড়িয়ে সুবিধা পেয়েছে অস্ট্রেলিয়া। আর তা নিয়েই টিম ম্যানেজমেন্টের ওপর চটেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ইংল্যান্ডের ওভালে মঙ্গলবার ( ৬ জুন) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম দুই দিন শেষে একক আধিপত্য দেখিয়েছে অজিরা। ব্যাট করতে নেমে ৪৬৯ রান তোলার পর ফিল্ডিং করতে নেমে ভারতের ৫ ব্যাটারকে সাজঘরে পাঠায় ১৫১ রানের বিনিময়ে।

ফাইনালে ভারতের দলগঠন নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষ করে টেস্ট ক্রিকেটের নাম্বার ওয়ান বোলারকে না রাখা নিয়ে দেশটির সাবেক তারকারা করেছেন সমালোচনা। সবুজ পিচের ভাবনায় ভারত যেখানে অফ স্পিনার অশ্বিনকে দলে নেয়নি, অস্ট্রেলিয়া সেখানে ঠিকই লায়নকে দলে ভিড়িয়ে পেয়েছে সুবিধা। এ নিয়ে কথা বলেছেন সৌরভ।

টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে স্টার স্পোর্টসকে তিনি বলেন,‘ কে বলেছে এই গ্রিন টপ উইকেটে অফ স্পিনাররা সাহায্য পায় না? নাথান লায়নকে দেখা উচিত। ও কিন্তু এই পিচেও নিজের বলকে টার্ন করিয়েছে। বলে বাউন্সও রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করে ফিরিয়ে দিয়েছে। বাঁ-হাতি ব্যাটার রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে ফর্মে রয়েছে। এই ম্যাচে সেটও হয়ে যায়। তাকে ফিরিয়ে দিয়েছে। লায়ন যেভাবে বল করেছে তাতে টার্ন এবং বাউন্সও হয়েছে। আমি জানি না কোন যুক্তিতে অশ্বিনকে বসিয়ে রাখা হলো।’

অশ্বিনকে না নিয়ে ভারত ভুল করেছে জানিয়ে সৌরভ বলেন, ‘ভারতী অনেক বড় ভুল করেছে অশ্বিনকে দলে না নিয়ে। শুধুমাত্র জাদেজা একা স্পিন বোলিং সামলাচ্ছে। তাতে জাদেজার ওপর বেশি চাপ পড়ে যেতে পারে। যদিও জাদেজা বিপক্ষ দলকে চাপে রাখার চেষ্টা করবে। কিন্তু ওকে সাহায্য করার মতো কেউ নেই।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ খেলা চার টেস্টে ২৫ উইকেট নিয়েছিলেন অশ্বিন। সবমিলিয়ে সাদা পোশাকে ১৩১ ইনিংসে তার শিকার ৪৭৪ উইকেট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন